অর্থ-আত্মসাৎ মামলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা গ্রেফতার
স্বাক্ষর জালিয়াতি করে প্রায় ৩০ লাখ টাকা অর্থ-আত্মসাতের অভিযোগে লালমনিরহাট জেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা একেএম জাহেদুল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকেলে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলা বাসিন্দা জাহেদুল আলম ২০১৫ সালে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। সে সময় তিনি সেখানকার পল্লী উন্নয়ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করেন। ওই সময় তার নামে অর্থ আত্মসাতের মামলা করে সেখানকার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রংপুর সমন্বয় দুদক (দুদক) অফিসের উপ-পরিচালক জাকারিয়া জানান, স্বাক্ষর জালিয়াতে করে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে একেএম জহেদুল আলম লালমনিরহাটের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এআরএ/জেআইএম