২ হাজার বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ
নওগাঁয় জেলার পত্নীতলার ভারতীয় সীমান্ত থেকে ১ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নিরমইল ইউনিয়নের গুরখী গ্রামে দিঘীর পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
নিরমইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মাদক ব্যবসায়ীরা ভারতীয় সীমান্ত দিয়ে ভোর রাতে উপজেলার শীতল মাঠ এলাকায় বিপুল পরিমাণ ফেনসিডিল বাংলাদেশে নিয়ে আসছে।
এমন সংবাদে তিনি স্থানীয় রাধানগর ও শীতল মাঠ বিজিবি ক্যাম্পে মোবাইলে ফোন করলে তারা রিসিভ না করায় সাপাহার থানা পুলিশকে অবগত করেন।
এ সময় পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে (ঢাকা মেট্রো গ-১১-৮৭১০) নম্বরের একটি প্রাইভেটকার এবং দশ বস্তায় ১ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে। উদ্ধার এসব ফেনসিডিল পত্নীতলা থানায় জমা দেয়া হয়েছে।
আব্বাস আলী/এএম/আরআইপি