খেলনা পিস্তুলসহ দুই মোটরসাইকেল ছিনতাইকারী আটক


প্রকাশিত: ০৩:২৩ এএম, ২৫ মার্চ ২০১৫

নাটোরে খেলনা পিস্তুলসহ দুই মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-বনপাড়া মহাসড়কের গাজীর বিল এলাকায় তাদের আটক করা হয়।

নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুস সাত্তার খান জানান, গাজীর বিল এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে খেলনা পিস্তুল নিয়ে ৪ জন ছিনতাইকারী মোটরসাইকেল ছিনতাই করছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় শহিদুল (২৩) ও হৃদয় (২০) নামের দুইজনকে একটি খেলনা পিস্তুলসহ আটক করা হয়। আর বাকি দু`জন পালিয়ে যায়।

শহিদুল ও হৃদয়ের বাড়ি নাটোর শহরের বড় হরিশপুর এলাকায়।

এমজেড/আরআই


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।