পার্বত্য অঞ্চলে এখনও সেনা কর্তৃত্ব বলবৎ : সন্তু লারমা


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেছেন, বর্তমানে সারা দেশে যে বাস্তবতা চলছে, তার চেয়ে বিশেষ বাস্তবতা বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য অঞ্চলে এখনও সেনা কর্তৃত্ব বলবৎ রয়েছে।
 
বুধবার বেলা ১১টার দিকে রাঙামাটি শহরের নিউ মার্কেটের আশিকা হল রুমে দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘শিশুর ক্ষমতায়ন, মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।

সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সব ক্ষেত্রে সেনাবাহিনীর কতৃর্ত্বের উপস্থিতি। ফলে সার্বিকভাবে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিফলন নেই। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এখানকার অধিবাসীরা রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। এখানকার মানুষের জীবনধারা নিরাপত্তাহীন।

তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পার্বত্য চট্টগ্রামের যে বাস্তবতা তা শিশুদের অনুকূলে কতটুকু উপযোগী সেটাও প্রশ্নের সম্মুখীন। এমন বাস্তবতার মধ্যে এখানকার শিশুদের মেধা ও শিক্ষার বিকাশ ঘটানো সম্ভব নয়।

সন্তু লারমা উপজেলা পরিষদ আইনকে গণবিরোধী উল্লেখ করে প্রচলিত আইন সংশোধনের জন্য সরকারের কাছে দাবি জানান।

আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্ব সেমিনারে রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, সেভ দ্য চিলড্রেনের পরিচালক বুশরা জুলফিকার ও প্রকল্প পরিচালক মেহেরুন নেছা সপ্না প্রমুখ বক্তব্য দেন।

সেমিনারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকদের ভাষা শিক্ষা দেয়ার জন্য ২০ জন প্রশিক্ষককে সনদপত্র দেয়া হয়।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।