জাজিরায় খিদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৫ মার্চ ২০১৫

শরীয়তপুরের জাজিরায় ব্যবসায়ী খিদির বেপারী হত্যাকারীদের বিচারের দাবিতে জাজিরার সর্বস্তরের জনগণের উদ্দ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত জাজিরার কাজিরহাট মোড়ে এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

এক ঘন্টা বানববন্ধন ও বিক্ষোভ চলার সময় শরীয়তপুর-ঢাকা ও শরীয়তপুর-শিবচর সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গত ১৬ মার্চ জমিজমা সংক্রান্ত দ্বন্দের জের ধরে শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ডুবুলদিয়া কাজী কান্দি গ্রামের আব্দুল লতিফ বেপারীর ছেলে স্থানীয় কাজীর হাট বাজারের ব্যবসায়ী খিদির রহমান বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। জাজিরা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন কাজী ও তার দলবল এই হত্যাকাণ্ড ঘটান।

 এ ঘটনায় ৩৫ জনকে আসামী করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামী নুর হোসেন কাজীকে পুলিশ আটক করলেও বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

খিদির বেপারীর স্ত্রী ফাতেমা আক্তার বলেন, আমরা হত্যা মামলা দায়ের করায় নুর হোসেনের লোকজন মামলা তুলে নেয়ার জন্য আমাদের উপর চাপ প্রয়োগ করছে। মামলা প্রত্যাহার করে না নিলে বাড়ির সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এই খুনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা দাবি জানাচ্ছি। নুর হোসেনকে সংগঠন থেকে বহিস্কার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।