ফের পণ্ড মমতাজের নির্বাচনী এলাকার অনুষ্ঠান


প্রকাশিত: ০৭:০০ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নির্বাচনী এলাকায় ফের পণ্ড হয়েছে আরো একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের এ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হন স্কুল কর্তৃপক্ষ।

এরআগে গত সোমবার লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এমপির ব্যক্তিগত সহকারীর নির্দেশে স্থগিত হয়ে যায়।

বিদ্যালয় সূত্র ও শিক্ষার্থীরা জানান, কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। এতে প্রধান অতিথি করা হয়ছিল সদর উপজেলার হাটীপড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম মনির হোসেনকে।

অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বড় প্যান্ডেল, গেটসহ সকল প্রস্তুতিই সম্পন্ন হয়। সকালে শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা সবাই বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু মাইকে হঠাৎ ঘোষণা দেয়া হয় অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত করা হলো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন জানান, তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও, পরিচালনা কমিটির নির্দেশে অনু্ষ্ঠান স্থগিত ঘোষণা করতে হয়েছে।

সংসদ সদস্য মমতাজকে অতিথি না করে মনীর হোসেনকে অতিথি করার কারণেই কি এমন ঘটনা ঘটছে জানতে চাইলে তিনি পরিচালনা কমিটির সভাপতি এবং এক দাতা সদস্যের সঙ্গে কথা বলতে বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. গনি জানান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদের নির্দেশেই অনুষ্ঠান স্থগিত রাখার কথা বলা হয়েছে। তবে কী কারণে তিনি এই নির্দেশ দিয়েছেন তা স্পট করেননি সভাপতি।

Manikganj

বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওবায়দুর রহমান জানান, গোলাম মনীর হোসেন একজন দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি। স্কুলের উন্নয়নের জন্যই তাকে প্রধান অতিথি করা হয়।

কিন্তু অনুষ্ঠানের আগের দিন হঠাৎ করেই উপজেলা সেক্রেটারিসহ দলের নেতারা অনুষ্ঠান স্থগিত রাখতে চাপ দিতে থাকেন। এ কারণেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এতে এমপির কোনো হাত রয়েছে কিনা জানাতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

একাধিক সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোলাম মনীর হোসেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হবেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এ কারণেই তিনি যেখানে অতিথি হচ্ছেন সেই অনুষ্ঠানই বানচাল করা হচ্ছে।

এ ব্যাপারে হাটীপড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মনীর হোসেন জানান, ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। জেলা আওয়ামী লীগেরও একজন সম্মানীত সদস্য। সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন চাওয়ারও তার অধিকার রয়েছে।

তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে যেখানে অতিথি করা হচ্ছে সেই অনুষ্ঠান গুলো বন্ধ করে দেয়া হচ্ছে।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।