লালমনিরহাটে জমে উঠেছে মাছ ও পিঠা মেলা
লালমনিরহাটের সদর উপজেলায় বড়বাড়ি হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো আয়োজন করা তিন দিনব্যাপী মৎস্য, জামাই-বউ ও পিঠা মেলা জমে উঠেছে। মেলায় স্থান পেয়েছে বিভিন্ন জাতের বিশাল আকৃতির মাছ।
শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিকেলে নানান জাতের পিঠা নিয়ে বসবে পিঠা মেলাও। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় মানুষের ভিড় চোখে পড়ার মতো।
জামাই-বউ মেলা উদযাপন পরিষদের আয়োজনে মৎস্য মেলায় ২৫টি স্টল, পিঠা মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে। স্থানীয় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে বড় বড় মাছের পসরা নিয়ে বসেছেন মেলায়। বেশ দামও হাঁকাচ্ছেন তারা।
বিসমিল্লাহ মৎস্য আড়ত সুদূর চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে ১০ কেজি ওজনের চিতল, ১৭ কেজি ওজনের কোরাল, ১১ কেজি ওজনের বোয়াল, ১০ কেজির ওজনের রুই-কাতলসহ বিভিন্ন জাতের মাছ।
মাছ ব্যাবসায়ী দুলাল মিয়া জানান, কোরাল মাছটি ৩৪ হাজার টাকা দাম হাঁকানো হয়েছে। ৩০ হাজার পর্যন্ত উঠলে বিক্রি করা হবে।
ক্রেতা রফিকুল ইসলাম জানান, বড় মাছ এখন চোখে পড়ে না, তাই বড় মাছ কিনতে গ্রামের কয়েকজন মিলে মেলায় এসেছি।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, আবুল কাশেম মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ গোলাম মর্তুজা ফারুক, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক একরামুল হক প্রমুখ।
রবিউল হাসান/এআরএ/এমএস