মানিকগঞ্জে গুণীজনদের মিলন মেলা


প্রকাশিত: ১১:৪১ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

মানিকগঞ্জের সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসে ছিল গুণীজনদের মিলন মেলা। প্রধান বিচারপতি এস কে সিনহা, অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, দেশবরেণ্য চিকিৎসক, আইনজীবীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই মিলন মেলায় অংশ নেন।

সদর উপজেলার প্রত্যন্ত চান্দইর গ্রামে প্রতিষ্ঠিত হাসপাতালকে ঘিরে শুক্রবার সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। সকালে শীতের পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের। এরপর মঞ্চে দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ বরেণ্য কয়েকজন চিকিৎসককে দেয়া হয় সম্মাননা।

দুপুরে অনুষ্ঠানস্থলে যোগ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এছাড়া দুদকের মহাপরিচালক মাইদুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহম্মেদ মজুমদার, বিচারপতি এস এনায়েতুর রহিম, বিচারপতি আব্দুল ওয়াহাব, বিচারপতি ওবায়দুল হাসান, সাহেরা-হাসান মেমোরিয়াল ট্রাস্ট্রের চেয়ারম্যান ডা. রওশন আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জের প্রত্যন্ত এলাকায় ১৭ বছর আগে মা-বাবার নামে এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন হলি ফ্যামলি রেড ক্রিসেন্ট হাসপাতালের গাইনী বিভাগীয় প্রধান ডা. রওশন আরা।

প্রধান বিচারপতি এস কে সিনহা মানবসেবার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সামর্থ্যের সামান্য অংশ থেকে কিছু করতে পারলেই প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব।

বি.এম খোরশেদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।