বান্দরবানে চোরাই কাঠ জব্দ


প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৬ মার্চ ২০১৫

বান্দরবানের লামায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৩০০ ঘনফুট কাঠ জব্দ করেছে। বুধবার দিবাগত রাতে সাবেক বিলছড়ি এলাকা থেকে চোরাই কাঠকগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল হকের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা সাবেক বিলছড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে স্তূপ করে রাখা ৩০০ ঘনফুট চোরাই সেগুন,গামারিসহ বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়। পরে তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় ।

লামার সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের অভিযান অব্যহত থাকবে ।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।