সন্তানদের সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সন্তানদের সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, নয়তো জঙ্গিবাদের হোতারা তাদের মস্তিষ্কে প্রবেশ করার পথ খুঁজে বের করবে।

শনিবার দুপুরে সৃজনশীল বাংলাদেশ আয়োজিত মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় নৌমন্ত্রী শাজাহান খানও উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত হোসেন লাকী প্রমুখ। এরপর মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।