পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭

পঞ্চগড় সদরে মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে এ কার্যক্রম শুরু হয়।

যাচাই-বাছাই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু ওয়াদুদ।

বাছাই কমিটি সূত্র জানায়, সদর উপজেলায় অনলাইনে আবেদনকৃত ১৩৩ জন, জামুকায় সরাসরি আবেদনকৃত ৩১ জন, সংশোধিত ঠিকানা সম্বলিত আবেদনকৃত নয়জন, সংশোধিত ছবি ও ঠিকানা সম্বলিত আবেদনকৃত একজন এবং স্থগিত  গেজেট ডাটাবেজের ১২৯ জন আবেদনকারীর যাচাই বাছাই করা হচ্ছে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ সাত সদস্যের বাছাই কমিটি দিনভর মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার গ্রহণ করেন। যে সকল মুক্তিযোদ্ধা ইতোমধ্যে মারা গেছেন, তাদের স্ত্রী ও সন্তানদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও বাছাই কমিটির সভাপতি নাজমুল হক প্রধান বলেন, শান্তিপূর্ণভাবে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন। যারা এখনো তালিকাভুক্ত হননি। কেবলমাত্র যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সাক্ষ্য প্রমাণ যাচাই করা হবে।

সফিকুল আলম/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।