বাগেরহাটে চার দিনব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু


প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৭ মার্চ ২০১৫

বাগেরহাটে চার দিনব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট থিয়েটার এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্ধোধন করেন থিয়েটারের প্রতিষ্ঠাতা শেখ নজরুল ইসলাম।

আবৃত্তি কর্মশালায় আবৃত্তির উৎপত্তি ও ইতিহাস, বর্ণ উচ্চারণ স্থান ও রীতি, স্বরসাধন ও কন্ঠের ব্যায়াম, প্রমিত উচ্চারণ, কবিতার ছন্দ, কবিতার ভাব ও রসসহ আবৃত্তি নির্মাণ কৌশল বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন বাগেরহাট থিয়েটারের সদস্য, সাংস্কিৃতিক কর্মী, প্রশিক্ষক ও আবৃত্তিশিল্পী নাজমুল আহসান। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ প্রায় অর্ধশত প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে এই কর্মশালায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন ও আবৃত্তি শিল্পী এ্যাডভোকেট পারভীন আহমেদ, শেখ নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান প্রমুখ।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।