বাগেরহাটে আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৭ মার্চ ২০১৫

বাগেরহাটের চিতলমারীর পল্লীতে বসতঘরে আগুনে পুড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে  উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের গোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চিংড়ি খামারি খোকনের দুই সন্তান হাবিল (৭) ও চাঁদনী (৩।

পুলিশ ও এলাকাবাসি জানায়, ঘোনা গ্রামের চিংড়ি খামারি খোকন দুপুরে খাওয়া দাওয়া করে দুই শিশুকে ঘরে ঘুমিয়ে রেখে স্ত্রীকে সাথে নিয়ে পার্শবর্তী চিংড়ি খামার দেখতে যায়। এসময় তাদের রান্না ঘর থেকে আগুন লেগে তা বসত ঘরে ছড়িয়ে পড়ে।

প্রতিবেশিরা দ্রুত ছুটে এসে আগুন কয়েকঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।কিন্তু ততক্ষনে বাড়িতে কেউ না থাকায় শিশু দুটি আগুনে পুড়ে মারা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে চুলার আগুন বসতঘরে লেগে দুই ভাইবোনের মৃত্যু হয়। নিহত শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়েছে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।