বিএসএফ-বিজিবি সম্পর্ক অত্যন্ত মধুর


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, বিএসএফের সঙ্গে বিজিবির সম্পর্ক অত্যন্ত মধুর। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছি আমরা। এটি বাস্তবায়নে বিএসএফের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

তিনি বলেন, সীমান্তে সব সময় বিএসএফ যুদ্ধরত থাকার কারণে অনেক সময় বাংলাদেশিদের গুলি করে। এতে প্রাণহানি হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

সোমবার দুপুরে মেহেরপুর মুজিবনগর ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Meherpur
বিজিবির মহাপরিচালক বলেন, বর্তমান বিশ্বে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু হয়েছে। আমরাও চালু করতে যাচ্ছি। যার ভেতর থাকবে সিসি ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। যার মাধ্যমে সীমান্তের যেকোনো অপরাধ পর্যবেক্ষণ করা যাবে। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট চালু করতে পারলে চোরাচালান ও মাদকদ্রব্য অনেকাংশে কমে আসবে বলে দাবি করেন তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজন কমান্ডার কর্নেল ওয়াহেদুর রহমান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার মো. মাহাবুবুর রহমান ও চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল আমির মজিদ প্রমুখ।

আসিফ ইকবাল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।