শেরপুরে জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিল
‘ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামই চুড়ান্ত লক্ষ্যে পৌঁছার একমাত্র সোপান’-এ শ্লোগানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিল। শনিবার থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী সম্মেলনে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের গারো শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে সম্মেলনস্থলে সমবেত হয়েছে।
আয়োজকরা জানান, শনিবার সম্মেলন শুরু হলেও ২৯ মার্চ রোববার সকালে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেণ শিকদার প্রধান অতিথি এবং ময়মনসিংহ ধর্মপ্রদেশের ফাদার পনেন পৌল কুবি বিশেষ হিসেবে বক্তব্য রাখবেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জাগিরন চিরান বলেন, সারাদেশে বাগাছাসের ১৯টি ইউনিটের প্রায় এক হাজার ৫০০ গারো ছাত্র এবারের জাতীয় সম্মেলন ও কাউন্সিলে অংশগ্রহণ করছেন।
তিনি আরো জানান, আগামীকাল রোববার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দুপুরে আলোচনা সভা শেষে রাতে অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন। এতে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতা নির্বাচন করা হবে। সোমবার নতুন কমিটির কর্মকর্তাদের শপথ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন।
আরএস/পিআর