চাঁদপুরে ছাত্রদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় মামলা
চাঁদপুরের হাইমচরে পদ্মাসেতুর নামে ছাত্রদের পিঠের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কাদের মুন্সি নামে এক অভিভাবক বুধবার রাতে এ মামলা করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ূন পাটওয়ারী, সদস্য মুনসুর আহমেদ ও এম এ বাশার।
হাইমচর খানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান, বুধবার রাতে নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক কাদের মুন্সি বাদী হয়ে ওই ৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলাটি আমলে নেয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ হাইমচরে তদন্ত করবেন বলেও জানান ওসি।
উলেখ্য, গত ৩০ জানুয়ারি নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দশম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর (প্রতীকী পদ্মাসেতু) ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যান নেতা নুর হোসেন পাটওয়ারী হেঁটে যান। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত হলে আলোচনার ঝড় ওঠে।
ইকরাম চৌধুরী/এফএ/এআরএস/আরআইপি