জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক্টর ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার উচাঁই জেরকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আহসান হাবিব (২৪) ও বিপুল হোসেন (৩০) । আহতদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, পাঁচবিবি থেকে গাছের গুড়ি বোঝাই একটি মেসি-ট্রাক্টর ডুগডুগির হাটের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উচাঁই বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আহসান হাবিব জনি (২৪) নামে এক যুবক নিহত হন। নিহত জনি পাঁচবিবি উপজেলার নান্দাশ গ্রামের সামছুল হক এর ছেলে। গুরুতর আহত অপর অটোআরোহী বিপুল হোসেন (৩০) জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। নিহত বিপুল একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত তিনজনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর তিনজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচএ/আরআইপি