খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

খাগড়াছড়ির আলুটিলায় পাথর বোঝাই ট্রাকচাপায় শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আলুটিলা পর্যটন কেন্দ্রের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলুটিলা ধাতুচৈত্য বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও জনবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে সকাল থেকেই আলুটিলা পর্যটন এলাকায় হাজার হাজার পুজারি ও ভক্তদের ভীড় ছিল।

সেখানে রাস্তার পাশে ফুটপাতে বাহারী পণ্যের পস্রা সাজিয়ে বসে দোকানীরা। এসময় বিপরিত দিক থেকে আসা খাগড়াছড়ি সদরগামী পাথর বোঝাই একটি ট্রাক ফুটপাতে দাড়িয়ে থাকা ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে আগত ভক্তদের চাপা দিলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।

নিহতরা হলেন, মহালছড়ির চোংড়াছড়ি এলাকার নেইম্রা মার্মা (৪০), উক্রাচিং মার্মা, উচনু মার্মা (১৮) ও মাটিরাঙার তবলছড়ি এলাকার পুলু মার্মা (১৬)। বাকীদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

পরে স্থানীয় জনগণের সহযোগিতায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত ও নিহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

Khagracory

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নয়নময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে এক শিশু ও এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

তাদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন উল্লেখ করে তিনি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে রক্তদানে এগিয়ে আসার আহবানও জানান।

মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালক মো. সেলিম পালানোর চেষ্টা করলে জনতার সহায়তায় পুলিশ তাকে আটক করে। এসময় ঘাতক ট্রাকটিকেও পুলিশি হেফাজতে নেয়া হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. আবুল আমিন, মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বি. এম মশিউর রহমান, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশে প্রু চৌধুরী অপু, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।