ছাত্রদের পিঠে হাঁটা জমিদাতাকে গ্রেফতারের দাবি
জামালপুরের মেলান্দহ মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের পিঠের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।
শুক্রবার বেলা ১১টা থেকে শহরের দয়াময়ী মোড় সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
এসময় বক্তারা বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়া দিলদার হুসেন প্রিন্সসহ তাকে সহযোগিতাকারী সকল দোষীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, শিশু সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, সাজ্জাত আনসারী প্রমুখ। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
উল্লেখ্য, মেলান্দহ মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানবসেতুর উপর দিয়ে হেঁটে যান ওই বিদ্যালয়ের দাতা সদস্য দিলদার হুসেন প্রিন্স। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
শুভ্র মেহেদী/এফএ/পিআর