মহালছড়িতে শোকের মাতম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

খাগড়াছড়িতে ট্রাকচাপায় নিহতদের মধ্যে মহালছড়ির চৌংড়াছড়ি হেডম্যানপাড়ার একই পরিবারের তিন জনের নিহতের ঘটনায় শোকের মাতম চলছে মহালছড়ির চৌংড়াছড়ি গ্রামে।

শুক্রবার খাগড়াছড়ির আলুটিলা ধাতুচৈত্য বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও জনবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এদিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ববি মারমা (১৩) নামে একই গ্রামের আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা দাঁড়ালো আট-এ।

নিহতরা হলেন- মহালছড়ির চোংড়াছড়ি ইউনিয়নের চাইলাগ্য মারমার স্ত্রী নেইম্রা মারমা (৪০), তার মেয়ে টুনটুনি মারমা (১২), চলাপ্রু মারমার ছেলে উচনু মারমা (১৮), মংমং মারমার ছেলে মাথিন মারমা (৫), মংক্রক মারমার ছেলে অংক্যচিং মারমা (১৮), মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের চাইথইলা মারমার ছেলে পুলু মারমা (১৬), রামগড় উপজেলার নাকাপা ইউনিয়নের কেচু মারমার ছেলে চাইথোয়াইপ্রু মারমা (১৬) , ববি মারমা (১৩) ।

এ খবর ছড়িয়ে পড়লে পুরো চৌংড়াছড়ি গ্রামে শোকের ছায়া নেমে আসে। একই সাথে স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছিলেন চাইলাগ্য মারমা। স্ত্রী-মেয়েদের হারিয়ে নিস্ব হয়ে যাওয়া চাইলাগ্য মারমা এখন পাগল প্রায়। বার বার শুধু স্ত্রী-মেয়েদের খুঁজে চলেছেন। যে ঘরে কাল আলো ছিল সে ঘরেই আজ অন্ধকার বাসা বাঁধবে। স্ত্রী-মেয়েদের পরপারে চলে যাওয়ার মধ্য দিয়ে একাকীত্ব জীবনে প্রবেশ করলেন চাইলাগ্য মারমা। পরিবারে তার পাশে আর কেউ রইলো না।

khagrachori

খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহবাহী গাড়ি গ্রামে আসার সঙ্গে সঙ্গে নিহতদের আত্মীয়-স্বজনের বুকফাটা আর্তনাদে পুরো এলাকার বাতাস যেন ভারী হয়ে ওঠে। সান্তনা দেয়ার ভাষাও যেন হারিয়ে ফেলেছে মরদেহ দেখতে আসা প্রতিবেশীরা। মুখের ভাষা হারিয়ে চোখের জলে বুক ভাসিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।

মর্মান্তিক এ ঘটনায় চৌংড়াছড়ি গ্রামে চাইলাগ্য মারমার বাড়িতে ছুটে আসেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী ও সাবেক ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। সান্তনা দিতে এসেও যেন সান্তনার ভাষা হারিয়ে ফেলেছেন তারা।

নিহতদের মধ্যে পাঁচ জনের মরদেহ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক শ্মশানে দাহক্রিয়া সম্পন্ন করা হয় জানিয়ে মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী বলেন, এ ঘটনায় নিহত ববি মারমার দাহক্রিয়া আগামীকাল সম্পন্ন হবে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।