বাগেরহাটে ইয়াবা-গাঁজাসহ আটক ১


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৯ মার্চ ২০১৫

বাগেরহাটের মোরেলগঞ্জ মাদকদ্রব্যসহ ফারুক হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার কাঁঠালতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে থেকে ৪৭০ পিস ইয়াবা, চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফারুক হোসেন মোরেলগঞ্জ উপজেলার কাঁঠালতলা গ্রামের শেখ আজিজুল হকের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা জানান, জেলার বাইরে থেকে মাদকের একটি চালান আসার গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ফারুক হোসেনকে আটক করে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।