হবিগঞ্জে শীতের কাপড় নিয়ে বিপাকে ব্যবসায়ীরা


প্রকাশিত: ১১:০১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

শীতের কাপড় নিয়ে বিপাকে পড়েছেন হবিগঞ্জের হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পসরা সাজিয়ে বসলেও ঠান্ডা না থাকায় দিনে একবারও ক্রেতার দেখা পান না অনেক দোকানি। ফলে লাখ লাখ টাকার লোকসানের আশঙ্কা করছেন তারা।

হবিগঞ্জ হকার্স মার্কেট সমিতির সভাপতি সেলিম আহমেদ জানান, প্রতি বছরের ন্যায় ব্যবসায়ীরা এ বছরও শীতের শুরুতেই কয়েক লাখ টাকার গরম কাপড় উঠিয়েছিলেন। কিন্তু এবার শীত একেবারে নেই বললেই চলে। একদিনের জন্যও অন্যান্য বছরের মতো শীত পড়েনি। ফলে কেউই শীতের কাপড় কেনাকাটা করেননি।

তিনি বলেন, এ বছর আমরা শীতের মৌসুমে গরমের কাপড় বিক্রি করছি। শীতের কাপড়ে আমাদের যে লোকসান হবে তা কয়েক বছরেও ওঠানো সম্ভব হবে না।

শহরের শায়েস্তানগরের হকার্স মার্কেট সরেজমিন ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরই শীত মৌসুমের শুরুতে ব্যবসায়ীরা মুনাফার আশায় দোকানে গরম কাপড় তোলেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। মার্কেটে অর্ধশতাধিক দোকান রয়েছে। প্রত্যেকেই অন্যান্য মৌসুমের চেয়ে শীতকালকে অনেক বেশি গুরুত্ব দেন।

এ মৌসুমে যে ব্যবসা হয়, তা পুরো বছরেও তারা করতে পারেন না। শুধু এ মৌসুমের আয়ের টাকায় অন্তত ৪-৫ মাস তাদের সংসার অনায়াসে চালাতে পারেন। কিন্তু এ বছর একেবারেই শীত নেই।

প্রতি বছর মাঘ মাসে থাকতো কনকনে ঠান্ডা। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়তো জনজীবন। কথায় আছে, ‘মাঘের শীতে বাঘ পালায়।’ চলতি মৌসুমে এ প্রবাদ বাক্যের স্বার্থকতাও মেলেনি। উপরন্তু আছে প্রচণ্ড গরম।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।