মানবসেতুতে না উঠে দৃষ্টান্ত গড়লেন আতাউল
টাঙ্গাইলের সখীপুরেও শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে না উঠে মানবতার প্রতি শ্রদ্ধার দৃষ্টান্ত গড়লেন প্রকৌশলী আতাউল মাহমুদ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট।
গত ২ জানুয়ারি উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।
প্রধান অতিথির সম্মানে অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি একটি মানবসেতুতে আরোহণ করতে অনুরোধ করা হয়। কিন্তু তিনি ওই মানবসেতুতে না উঠে হাস্যোজ্জ্বল অবস্থায় শিক্ষার্থীদের মাথায় হাতের পরশে স্নেহসিক্ত করেন। ওই ছবিটি চাঁদপুরের হাইমচর ও জামালপুরের মেলান্দহ উপজেলার মানবসেতুর ছবির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিয়ে দেশব্যাপী ভালো-মন্দ বিচারের প্রতিযোগিতা চলছে।
প্রকৌশলী আতাউল মাহমুদকে মানবসেতুতে না উঠে শিক্ষার্থীদের মাথায় হাতের পরশে স্নেহসিক্ত করতে দেখা যাচ্ছে। এর মাধ্যমে তিনি তৈরি করেছেন মানবতার এক দৃষ্টান্ত। মানবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ জানান, কীভাবে সেতু তৈরি করতে হয় এর নমুনা হিসেবে বিদ্যালয়ের স্কাউটের একটি দল মানবসেতু তৈরি করেছিল। কিন্তু ওই মানবসেতুতে প্রধান অতিথিকে আরোহণ করতে অনেকে বললেও তিনি মানবিক দিক বিবেচনা করে ওঠেননি।
এ বিষয়ে প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, মানবসেতুতে শিক্ষার্থীদের ঘাড়ের ওপর দিয়ে হেঁটে যাওয়া অমানবিক কাজ। মানবতার প্রতি শ্রদ্ধা আছে বলেই তিনি এটি করেননি।
এআরএ/পিআর