সেই গাছের কাঠ দিয়েই দাহ করা হবে সুরঞ্জিতকে


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

নিজের রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে সুরঞ্জিত সেনগুপ্তকে। ইতোমধ্যে সেই গাছটি কাটা হয়েছে।

সোমবার দিরাইয়ের আনোয়ারপুরে নিজ বাড়ির পাশে সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি রোববার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পরলোকগমন করেন।

সুরঞ্জিত সেনগুপ্তের ম্যানেজার সুজিত রায় বলেন, ১৪-১৫ বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙ্গিনায় এই চন্দন গাছটি রোপণ করেছিলেন। যখনই তিনি দিরাইয়ের বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির পরিচর্যা করতেন।

তিনি বলেন, তার নিজের হাতে সৃজন করা বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ আছে। সময় পেলে তিনি নিজ হাতেই এসব গাছের দেখভাল করতেন।

এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ তিনদিনের শোক ঘোষণা করেছে। এর আগে সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৯টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে এসে পৌঁছার কথা। বেলা ১১টায় মরদেহ যাবে সুনামগঞ্জের সাল্লায় নিজ নির্বাচনী এলাকায়। সকাল ১০টায় সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।