স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুই, বাকিটা আজগুবি


প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, বঙ্গবন্ধুর কারণে স্বাধীন দেশ পেয়েছি। ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। ভাষণে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনাও দেন তিনি। তবে আজগুবি কথা হলো কে নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটি আসলেই লজ্জার বিষয়।

রোববার রাতে ফেনী জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি শহীদুল হক আরো বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ষড়যন্ত্র করছে। একজনকে করা হয়েছে স্বাধীনতার ঘোষক। তারা আবার জাতীয়বাদী মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা, অমুক মুক্তিযোদ্ধা তমুক মুক্তিযোদ্ধা বিষয়টি সত্যিই লজ্জাজনক।

যাদের বাপ-দাদা মুক্তিযোদ্ধা তাদের অনেকের সন্তান মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

পুলিশ সুপার মো. রেজাউল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে ফেনী জেলায় কর্মরত ও জেলার অধিবাসী ৬১ পুলিশ ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

এর আগে পুলিশ নারী কল্যান সমিতির পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে শেলাই মেশিন, শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) সভানেত্রী আইজিপির স্ত্রী শামসুন্নাহার রহমান।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।