শেরপুরে প্রাইভেটকার চাপায় শিশু নিহত
শেরপুরের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কে প্রাইভেটকার চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আতিয়া বেগম (৫) উত্তর শ্রীবরদী গ্রামের আবু তালেবের মেয়ে।
সোমবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের উত্তর শ্রীবরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দড়িপারা গ্রামে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর শ্রীবরদী গ্রামের বাড়ি সংলগ্ন রাস্তা পারাপারের সময় শিশু কন্যা আতিয়াকে বকশীগঞ্জগামী প্রাইভেটকার চাপা দিয়ে স্থান ত্যাগ করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পাশ্ববর্তী দড়িপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন প্রাইভেটকারটিকে আটক করলেও চালক ও আরোহীরা পালিয়ে যায়।
শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে।
হাকিম বাবুল/এএম/জেআইএম