কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশনের আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এ আদেশটি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ও সিটি কর্পোরেশনে পৌঁছেছে।

জানা যায়, আগামী ৯ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশের বিএনপি সমর্থিত মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হচ্ছে। নির্ধারিত সময়েই মেয়র প্রশাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিকেলে মেয়র মনিরুল হক সাক্কু জানান, মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়েছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি মোতাবেক যথাসময়েই দায়িত্ব হস্তান্তর করবো।

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটকে হারিয়ে বিজয় হন।   

কামাল উদ্দিন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।