পিরোজপুরে কৃষি ও প্রযুক্তি মেলা


প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুরে চারদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০১৭ সোমবার থেকে শুরু হয়েছে। সদর উপজেলা কৃষি সম্পসারণ অধিদফতরের আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন খামার বাড়ি, ঢাকার প্রকল্প সমন্বয়কারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন।

পিরোজপুর-বাগেরহাট-গোপালগঞ্জ সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (ডিএই অংগ) পরিচালক কৃষিবিদ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবুল কালাম তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম মন্টু সিকদার ও সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চেয়ারম্যান মো. শহদিুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার মো. হাসান ওয়ারিসুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আফম রেজাউল করিম। মেলায় মোট ২৫টি স্টল স্থান পেয়েছে এবং মেলা উপভোগ করতে কৃষাণ-কৃষাণির পাশাপাশি বিভিন্ন স্তরের লোকজনের সমাগম ঘটছে।  

হাসান মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।