বাগেরহাটে ৫ ট্রলারসহ ৫০ জেলে আটক


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ৩১ মার্চ ২০১৫

বাগেরহাটের শরণখোলা উপজলোয়  পাঁচটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৫০ জেলেকে আটক করেছে  বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার সন্ধায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে এক হাজার কেজি ‘ফাইশে’ মাছের পোনাসহ কোস্টগার্ড পশ্চিম জোন এর সদস্যরা তাদের আটক করে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে সন্ধ্যা সাতটায় বলেশ্বর নদীর শরণখোলা উপজেলা অংশে টহলে যায়। এসময় সেখানে পাঁচটি ট্রলার থেকে এক হাজার কেজি ‘ফাইশে’ মাছের পোনা উদ্ধার করে। পরে ইঞ্জিন চালিত ওই পাঁচটি ট্রলার এবং ট্রলারের ৫০ জেলেকে আটক করা হয়ে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।