৫০ শতাংশ কর কমানোর ঘোষণা দিলেন মেয়র
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস ২০১৬-১৭ অর্থবছরের বর্ধিত করের ৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের পৌর কর নির্ধারণ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস হোল্ডিং মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
এ সময় পৌর শহরের হোল্ডিং কর সহনীয় পর্যায়ে নির্ধারণ করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফারুকউজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসেন মোল্লা, বণিক সমিতির সভাপতি সামসুল আহসান খোকা, যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক মনি, সাংবাদিক মিজানুর রহমান মিজু, শিক্ষক সিদ্দিকুর রহমান ও ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সোহেল প্রমুখ।
সভায় পৌর মেয়র ফেরদৌস বর্ধিত করের ৫০ শতাংশ কমানোর ঘোষণা দেন এবং পৌরবাসীকে সময়মতো কর পরিশোধ করে পৌরসভার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।
হাসান মামুন/এএম/আরআইপি