চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে শিশুসহ নিহত ৪
শিবগঞ্জের পদ্মানদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ চারজন মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর মধ্যপাড়া গ্রামের আরশাদ আলীর মেয়ে সুমি আক্তার (১৬), ঠুটাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে রিসাত (৮), ভবানীপুর দাইসাপাড়া গ্রামের আজিজুল হকের মেয়ে আজিরুন খাতুন (১১), ও দূর্লভপুর ইউনিয়নের দোভাগী গ্রামের মৃত ইশাহাক আলীর ছেলে জোনাব আলী (৫৫)।
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার গাঁইপাড়া থেকে পাঁকা যাবার সময় নৌকাটি ঝড়ের কবলে পড়ে। এসময় যাত্রীবাহী নৌকাটিতে ১০টি ভারতীয় বড় গরুও বোঝাই করা হয়। ঝড়ের মাত্রা বেড়ে গেলে এক পর্যায়ে নদীতে নৌকাটি ডুবে যায়।
মরদেহ উদ্ধারের বিষয়ে সত্যতা স্বীকার করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম। তিনি আরো জানান, নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশী চলছে।
এসএইচএ/আরআইপি