পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতি আলাউদ্দিন সম্পাদক বাদল


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ২১টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সম্পাদক পদসহ ১৯টিতে বিজয়ী হয়েছে।

নির্বাচনে সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন ১৫৩ ভোট পেয়ে সভাপতি এবং আহসানুল কবীর বাদল ১৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদিকে, বিএনপির নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মাত্র ১টি সদস্য পদে জয় লাভ করেছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আপত্তির কারণে একটির ফলাফল স্থগিত রয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল রাতে ঘোষণা করা হয়।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি দিলীপ কুমার পাইক, সহ-সভাপতি এ কে এম আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাদুর হোসেন, অর্থ সম্পাদক মনজুরুল আলম খান, গ্রন্থগার ও পরিসম্পদ সম্পাদক জাকির হোসেন কাজী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার মাঝি, খেলাধুলা সম্পাদক মো. শহিদুল ইসলাম মো. জাকির হোসেন, হিসাব নিরীক্ষক সম্পাদক  মোহাম্মদ আলী সিকদার ও সুশেন কুমার হালদার।

এ ছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, আ. হালিম শরীফ, আনোয়ার হোসেন তালুকদার, কমল মজুমদার তিমির, মজিবর রহমান মৃধা সুজন কুমার গাইন, দেব প্রসাদ শীল, মো. কামরুজ্জামান, জিয়াউল হাসান সোহেল ও বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ একমাত্র সদস্য পদে বিজয়ী রহিমা আক্তার হাসি। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২৫৮ জন ভোটারের মধ্যে ২৪৩ জন সদস্য ভোট প্রদান করেন।

হাসান মামুন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।