জামালপুরে জেএমবি সদস্যসহ আটক ৮৯


প্রকাশিত: ০৬:১৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত জেএমবি সদস্য আল বেরুণী সবুজসহ (৩৫) ৮৯ জনকে আটক করেছে পুলিশ।
 
জামালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম জানান, অপরাধ দমনে জামালপুর জেলায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার তিতপল্যা ইউনিয়নের বামুনজি ঈদগাঁ মাঠ এলাকা থেকে তালিকাভুক্ত জেএমবি সদস্য আল বেরুণী সবুজকে আটক করা হয়। এছাড়াও সকল উপজেলা থেকে বিভিন্ন মামলার আরো ৮৮ জনকে আটক করা হয়।   
    
শুভ্র মেহেদী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।