‘একজন রাজাকারকে সিইসি না করলে বিএনপির মন ভরবে না’


প্রকাশিত: ০৭:২০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় কার্যকলাপের কোনো নমুনা না দেখেই বিএনপির নির্বাচন কমিশন প্রত্যাখ্যানের বক্তব্যটি দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশজনক। নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনকে তালাক দেয়ার পুরনো চক্রান্তের রাজনীতি আবারও শুরু করছে। যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না।

শনিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন প্রত্যাখ্যান কার্যত বাংলাদেশকে নির্বাচন ও গণতন্ত্রের বাইরে ঠেলে দেয়ার একটি অপচেষ্টা। বিএনপি সংবিধান, আইন-আদালত, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ মানে না। সে কারণে দলটি গণতন্ত্রে থাকার অনুপুযুক্ত হয়ে পড়ছে।  

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি জানাতে গিয়ে আদালত থেকে ৪৭ বার সময় নেয়ার ঘটনায় হাসানুল হক ইনু বলেন, সাগর-রুনির নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচারে সোপর্দ না করতে পারা ব্যর্থতা। আমি আশাবাদী সাগর-রুনির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে।

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনসহ জেলা জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তথ্যমন্ত্রী মিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রমে যোগ দেন।

আল-মামুন সাগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।