শুধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই রাজনীতি করবে : নৌমন্ত্রী
সংগ্রাম আর লড়াইয়ের মধ্য দিয়ে আমরা দেশের জঙ্গিবাদ রুখে দিয়েছি উল্লেখ করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তারা এই দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। বাংলাদেশে শুধু রাজনীতি করবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল। এছাড়া অন্য কেউ রাজনীতি করার সুযোগ পাবে না।
মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে মাদারীপুরের বিশ্ববরেণ্য যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ প্রতিষ্ঠিত প্রণব মঠে বিশ্বশান্তিযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শাজাহান খান বলেন, এ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সবার দোয়া নিয়ে এখনো বেঁচে আছেন তিনি।
স্বামী প্রণবানন্দজী মহারাজ প্রতিষ্ঠিত প্রণব মঠে ও আধ্যাত্মিক মহাপুরুষ শ্রী শ্রী জগদীশ পরমহংসদেবের দুই সেবাশ্রমে উৎসব ও মাঘী পূর্ণিমা মেলা চলছে। শ্রীমত স্বামী দিব্যানন্দজী মহারাজের সভাপতিত্বে বিশ্ব শান্তিযজ্ঞ অনুষ্ঠানে অন্তত ৩০ হাজার ভক্ত উপস্থিত ছিলেন।
এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম