রামপালে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর উপপ্রধান নিহত
বাগেরহাটের রামপালের কাটাখালী এলাকায় র্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু রাজু-ফরহাদ বাহিনীর উপপ্রধান কামরুল শেখ (৩৫) নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে দেশি বিদেশি ৮টি আগ্নেয়াস্ত্র ও ৭৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহত কামরুল শেখ রামপাল উপজেলার কাটাখালী গ্রামের লতিফ শেখের ছেলে।
র্যার -৮ এর মিডিয়া উইং ক্যাপ্টেন হাসিবুল হক জাগোনিউজকে জানান, সুন্দরবনের বনদস্যু রাজু ও ফরহাদ বাহিনীর উপপ্রধান কামরুল শেখ রামপালের কাটাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে র্যাব -৮ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের পক্ষের মধ্যে ১৫/২০ মিনিট ধরে গুলি বিনিময়ের পর বনদস্যুরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি মৃতদেহ ও ৮টি আগ্নেয়াস্ত্রসহ ৭৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
স্থানীয়রা মৃতদেহটিকে বনদস্যু কামরুলের বলে সনাক্ত করে।
তিনি আরও জানান, কামরুল পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ অপরাধ কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে। নিহতের লাশ রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমএএস/পিআর