নকলের সহায়তা করায় শিক্ষক বরখাস্ত


প্রকাশিত: ১০:৪১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

নকলে সহায়তার অভিযোগে গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার এসএসসির গণিত পরীক্ষায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত আব্দুল্লাহ-আল হাসান শ্রীপুর উপজেলার খোজেখানি উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা জানান, কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালে ওই শিক্ষক এক ছাত্রকে নকল সরবরাহ করার সময় তাকে হাতে-নাতে ধরা পড়েন। পরে তাকে হল থেকে বহিষ্কার এবং এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল জানান, পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে খোজেখানি উচ্চ বিদ্যালয়ের পরচালনা পর্ষদ দুপুরে বৈঠকে বসে তাকে সাময়িক বরখাস্তের (রেজুলেন করে) চিঠি দিয়েছে। গণিত পরীক্ষায় গণিত শিক্ষককে কেন কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়া হলো সেজন্য কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।