বাগেরহাটে শুরু হয়েছে ৩ দিনব্যাপী খানজাহান মেলা


প্রকাশিত: ১২:১৮ পিএম, ০২ এপ্রিল ২০১৫

বাগরহাটের খানজাহান আলী (রঃ) দরগা শরীফে  বৃহস্পতিবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী খানজাহান আলীর মেলা। মেলা উপলক্ষে খানজাহান আলী দরগাহ শরীফে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মেলার শেষ দিন বিশ্ব মুসলীমের শান্তি কামনায় আগামী ৫ এপ্রিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাৎসরিক এ মিলনমেলা।

খানজাহান মাজার তত্ত্ববধায়ন কমিটির সভাপতি ও বাগেরহাট জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম জানান, খানজাহান আলীর মাজার  এলাকায়  মেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। আইন-শৃঙ্খলাসহ মেলার সার্বিক বিষয়ে মনিটরিং করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আরিফ নাজমুল হাসানের উপর দায়িত্ব দেয়া হয়েছে। মেলা উপলক্ষে দেশী-বিদেশী ভক্ত, মুরীদ, আসেকান ও দর্শনার্থীদের অংশগ্রহণে সুন্দরভাবে এ মেলা শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খানজাহান আলী মাজারের খাদেম জামাল ফকির জানান, এ মেলা উপলক্ষে আগত দর্শনার্থীদের মাজারের দর্শনীয় স্থান পরিদর্শন ও তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেলায় প্রতিদিন মাজার শরীফে আছর থেকে শুরু করে এশা পর্যন্ত ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং মেলার শেষ দিন আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে তিনি জানান।

সাড়ে ৫শ` বছর ধরে চলা বাগেরহাট শহরতলীর খানজাহান আলীর মাজার শরীফের এ বার্ষিক মেলা প্রতিবছর ভক্ত আশেকানদের  পদচারণায় জনাকীর্ণ হয়ে উঠে। এই সুযোগে দূর-দূরান্ত থেকে আগত মুরীদ-ভক্তরা মাজার এলাকার বিস্তীর্ণ স্থান জুড়ে যে যার মত করে তাদের আসর বসায়। সমগ্র মাজার সংশ্লিষ্ট এলাকা মুসলিম ফকির-আউলিয়া-দরবেশ, হিন্দু ধর্মাবলম্বী সাধু-সন্ন্যাসী, খৃষ্টান ভক্ত ও বৌদ্ধ ভিক্ষুদের মিলন মেলায় পরিণত হয়।

এখানে আসা সকল শ্রেণির মানুষ যে যার মত করে হযরত খানজাহানের  আরাধনা করে থাকে। মেলা উপলক্ষে এখানে শিশুদের নানা রকমের খেলনা, কাগজ ও শোলার তৈরী পশুপাখি, তৈজসপত্র, শোপিস, মহিলাদের গৃহস্থালী ও সাজসজ্জ্বার আকর্ষনীয় সব জিনিস, কাপড়-চোপড়, এবং নানা রকমের বাহারি  পসরা সাজিয়ে বসে দোকানিরা।

এর পাশাপাশি মিষ্টি, চটপটি-ফুসকা, কাবাবসহ নানা ধরনের খাদ্য দ্রব্যাদির দোকান বসে মাজার এলাকায়। আগামী ৫ এপ্রিল মাজারের মসজিদে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দেশের দ্বিতীয় আধ্যাত্মিক সাধক পীর খানজাহানের ঐতিহ্যবাহী মেলা।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।