কুষ্টিয়ায় দু`গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনজিত মেম্বার ও জাহাঙ্গীর মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে রনজিত মেম্বারের বাড়ির লোকজন প্রতিপক্ষ জাহাঙ্গীর মেম্বারের জমির উপর দিয়ে তাদের ক্ষেতে গেলে এনিয়ে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জাহঙ্গীর মেম্বার ও তার সহযোগী মজনুর নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় বিভিন্ন প্রকার ধারাল অস্ত্র নিয়ে রনজিত মেম্বার ও তার লোকজনের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতের মধ্যে রনজিত (৫২), ইসমাইল হোসেন (৫৫), হাপিজুল (৩৫), ছোটন (৩০), মিলন (২২), হাফিজা খাতুন (৪৮), পানজু (৪৫), মনোয়ারা খাতুন (৫৫), নাইস ইসলাম (২৫), মজনু (৩৮), হবি (৩০), জিয়া (৩২) ও নুরহককে (৫৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএইচএ/এমএস