স্বর্ণালঙ্কারের লোভেই খুন হয় চাঁপাইনবাবগঞ্জের দুই শিশু


প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফতেপুর মহল্ল­ার দুই শিশু সুমাইয়া খাতুন মেঘলা ও মেহজাবিন আক্তার মালিহাকে স্বর্ণালঙ্কারের লোভেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বুধবার চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই দুই শিশুর কাছে স্বর্ণের কানের দুল ও গলায় চেন ছিল। ওই স্বর্ণালঙ্কারের লোভেই লাকি খাতুন দুই শিশুকে হত্যা করে। লাকি খাতুনের বাড়ি থেকেই পুলিশ ওই দুই শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

এসময় আটক করা হয় লাকি খাতুনসহ তার শ্বশুর ভ্যানচালক ইয়াসিন আলী ও শাশুড়ি তানজিলা খাতুনকে।
 
পুলিশ সুপার আরো জানান, লাকি আক্তারকে আজ বুধবার যেকোনো সময় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নেয়া হবে। নিখোঁজের পরই মালিহার বাবা আব্দুল মালেকের দায়ের করা মামলায় আসামি করা হয় আটকদের।
 
উল্লে­খ্য, গত রোববার দুপুরে স্কুল থেকে ফিরে মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা ও আব্দুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা বাড়ির বাইরে খেলতে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ফতেপুরের ইয়াসিনের বাড়ির একটি ঘর থেকে সুমাইয়া ও মালিহার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

দুই শিশুই স্থানীয় ছোটমনি বিদ্যানিকেতনের শিক্ষার্থী ছিল। এদের মধ্যে মেঘলা ক্লাস ওয়ান এবং মালিহা নার্সারি শ্রেণিতে পড়ত।

আব্দুল­াহ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।