চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু নিখোঁজ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফতেপুর থেকে সুমাইয়া খাতুন মেঘলা ও মেহজাবিন আক্তার মালিহা দুই শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকা থেকে গীতা রানী নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
নিখোঁজদের পরিবার ও পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে স্কুল থেকে ফিরে মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা ও আব্দুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা বাড়ির বাইরে খেলতে যায়।
এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিকেলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় বিষয়টি। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই এলাকা থেকে গীতা রানী নামে একজনকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গিতা রানী পুলিশের কাছে অসংলগ্ন কথাবার্তা বলছে। তার দেয়া তথ্য অনুযায়ী কয়েকস্থানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে দুই শিশুকে এখনো উদ্ধার করা যায়নি।
নিখোঁজ দুই শিশু স্থানীয় ছোটমনি বিদ্যানিকেতনের শিক্ষার্থী। এদের মধ্যে মেঘলা ক্লাস ওয়ান এবং মালিহা নার্সারি শ্রেণিতে পড়ে।
মোহা. আব্দুলাহ/এএম/পিআর