কুষ্টিয়ায় ৫ মাদক ও অস্ত্র ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

কুষ্টিয়ার দৌলতপুরে ৫ মাদক ও অস্ত্র ব্যবসায়ী আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার আল্লারদর্গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-উপজেলার আল্লারদর্গার মাদক সম্রাট মতি (৫২), রহিমা খাতুন (৩৫), লাভলু (৩৮), আজাদ (৩৫) ও নাসিমা খাতুন (৩৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে এস আই মোয়াজ্জেম ও মাহাফুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার আল্লারদর্গার মাদক সম্রাট মতির বাড়িতে অভিযান চালিয়ে মতি, তার ছেলে অপর মাদক ব্যবসায়ী জোতির স্ত্রী রহিমা খাতুন, দুর্ধষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী লাভলু, আজাদ ও নাসিমা খাতুনকে আট করা হয়।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।