‘কুমিল্লা’ নামেই বিভাগ : জোরদার আন্দোলনের আভাস
প্রস্তাবিত ‘কুমিল্লা বিভাগ’ কুমিল্লার নামে নয়, ময়নামতি নামে ঘোষণা হবে। গত মঙ্গলবার একনেকের বৈঠকে পরিকল্পনা মন্ত্রীর এমন বক্তব্যে মন্ত্রীর নিজজেলা কুমিল্লার মানুষই ক্ষুব্ধ ও হতাশ। তাৎক্ষণিক বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করতে রাস্তায় নেমে আসে। বুধবারও দিনভর কুমিল্লা নগরীসহ বিভিন্নস্থানে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি অব্যাহত ছিল।
এছাড়াও সরকারের এমন সিদ্ধান্তের বিষয়টি পরিবর্তন করে অবিলম্বে ‘কুমিল্লা নামেই বিভাগ’ ঘোষণার দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে। এদিকে দাবি আদায়ে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে বিক্ষোভ সমাবেশের।
‘কুমিল্লা নামে বিভাগ’ ঘোষণা না আসা পর্যন্ত কুমিল্লার সচেতন নাগরিক সমাজসহ সর্বস্তরের লোকজন আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
জানা যায়, ময়নামতি নামে বর্তমানে বুড়িচং উপজেলায় একটি ইউনিয়ন রয়েছে। সেই ময়নামতি নামে প্রস্তাবিত কুমিল্লার বিভাগের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের খবর খোদ পরিকল্পনা মন্ত্রী আ.ম মুস্তফা কামালের মুখ থেকে শুনে কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। তারপরও বলবো, কুমিল্লার মানুষের প্রতি অবিচার না করে কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা নামে করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।
তিনি আরও বলেন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর মিলিয়ে ১ কোটি বিশ লাখ লোক। তাই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এই তিন জেলা নিয়ে কুমিল্লা নামে বিভাগ হতেই পারে।
কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান বাবলু জানান, কুমিল্লা এক সময় সমতটের রাজধানী ছিল। কুমিল্লা শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে অগ্রগামী। এ কারণে কুমিল্লা নামেই বিভাগ হওয়া উচিত।
প্রবীণ আইনজীবী অ্যাড.আহম্মদ আলী বলেন, আধুনিক সভ্যতার রূপ হলো কুমিল্লা। সমৃদ্ধ কুমিল্লা জেলার ইতিহাস ঐতিহ্যের শিকড় অনেক গভীরে। কুমিল্লাকে বাদ দিয়ে ময়নামতি নামে বিভাগের নামকরণের যৌক্তিকতা নেই। দেশের অনেক আন্দোলন সংগ্রামের উৎস কুমিল্লা জেলা।20170216095850.jpg)
বিশিষ্ট চিকিৎসক ডা. ইকবাল আনোয়ার বলেন, ইতিহাস সাক্ষী অতীতে দেশে যত বিভাগ গঠন করা হয়েছে মানে যে জেলার নামে বিভাগ গঠন করা হয়েছে ওই জেলার কোনো বিশেষ নামকে প্রাধান্য দেয়া হয়নি। যদি প্রাধান্য দেয়া হতো তাহলে সিলেট বিভাগের নামকরণ হতো শাহজালাল বিভাগ। আসলে এমন প্রস্তাবনা কেন করা হলো আমার বোধগম্য নয়। আমিও কুমিল্লাবাসীর মত মর্মাহত।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের আহ্বায়ক পাপড়ি বসু বলেন, আর কতভাবে কুমিল্লাকে বঞ্চিত করা হবে। যখন জানলাম ময়নামতি হিসেবে বিভাগের নামকরণ করা হবে তখন মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি একজন কুমিল্লাবাসী হিসেবে এমন প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এফএ/আরআইপি