‘ক্ষতিগ্রস্তরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন’


প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্তরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারবেন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শনিবার দুপুর ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

শাজাহান খান জানান, বিশ্বব্যাংক পদ্মা সেতুর দুর্নীতির যে অভিযোগ করেছিল তা এখন অসত্য প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাংক যে মিথ্যে অভিযোগ দিয়ে পদ্মা সেতুর টাকা দেয়া বন্ধ করে দিয়েছিল সেই কারণে একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।একজন সচিবকে কারাগারে যেতে হয়েছিল। যা দুঃখজনক। এতে সরকারের পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা দেয়ার কোনো সুযোগ নেই। তবে ক্ষতিগ্রস্তরা চাইলে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারবেন।

মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি ক্ষতিগ্রস্তরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবেন।

সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তার, সাবেক কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সবুজ হাওলাদার প্রমুখ।

সভায় সভাপত্বি করেন কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মালেক হাওলাদার।

এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।