বাঘাইছড়ি পৌরসভার মেয়র হলেন আ.লীগের জাফর আলী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. জাফর আলী খান। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৭৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুঠোফোন প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২২৭ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন ফল ঘোষণা করেন।

ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রার্থী, ভোটারসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

বেসরকারি ফলাফল অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন ১-২-৩ ওয়ার্ডে আমেনা বেগম (১৫৫৫), ৪-৫-৬ ওয়ার্ডে মোর্শেদা বেগম (১৫৯৫) ও ৭-৮-৯ ওয়ার্ডে চঞ্চলা চাকমা (১২৯২) এবং সাধারণ ওয়ার্ডে মো. হোসেন-১ (৬৪১), ওবায়দুল হক-২ (৪৫৩), বাহার উদ্দিন-৩ (৩০৪), নুরুল আলম-৪ (৩৮০), শহীদুল ইসলাম-৫ (৬৭৬), নাজিম উদ্দিন-৬ (৩৮০), পারভেজ আলী-৭ (৪৮৮), উৎপল তালুকদার-৮ (৪৪০) ও নুরুল হক তালুকদার-৯ (৩৪৬)।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।