৫ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে ৫টি ফেরি
কালবৈশাখী ঝড়ের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে মাঝ নদীতে ৫টি ফেরি আটকা পড়েছে।
শনিবারের রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে ৫ শতাধিক যাত্রী নিয়ে নদীর মাঝখানে ফেরিগুলো আটকা পড়ে। ফেরিগুলো বর্তমানে সেখানেই নোঙর করে রাখা রয়েছে।
এদিকে, নদীতে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, ঝড়ের কারণে কোনো ফেরি ছাড়া হচ্ছে না। ঝড় শুরুর আগে ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো আটকা পড়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।
এমএএস