চিত্রা নদীর ওপর ৪ লেনের ব্রিজ হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, মাগুরার শালিখা উপজেলার চিত্রা নদীর ওপর সীমাখালি ব্রিজের স্থানে ৪ লেনের উপযোগী ব্রিজ নির্মাণ করা হবে। ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার ভেঙে পড়া সীমাখালী সেতু পরিদর্শনকালে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের এ সীমাখালি ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ। এ ব্রিজের গুরুত্ব অনুভব করেই সেতুমন্ত্রী এখানে দ্রুত ৪ লেনের স্থায়ী সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপাতত এই সড়কে দূরপারল্লার যানবাহন চলাচল চালু করার জন্য দ্রুত একটি বেইলি ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে। অচিরেই বেইলি ব্রিজ নির্মাণকাজ শুরু করা হবে।

এ সময় বক্তব্য রাখেন, শালিখার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শ্যামল কুমার দে, আওয়ামী লীগ নেতা আবু নাসির বাবলু, শালিখা ইউএনও সুমি মজুমদার, চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস প্রমুখ।

মো. আরাফাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।