চারণ কবি বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী সোমবার


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের আগামীকাল সোমবার ১১৫তম জন্মজয়ন্তী। বরেণ্য এই কবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার ও রোববার তার জন্মস্থান নড়াইল সদরের বাশগ্রাম ইউনিয়নের ডুমদিতে বিজয় মঞ্চে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, বিজয় সরকারের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন, স্মৃতিকথা, বিজয়গীতি পরিবেশন ও কবি গান।

জানা যায়, প্রয়াত এই কবি প্রায় ১ হাজার ৮০০ মরমী গান রচনা এবং সুর দিয়েছেন। তার মর্মস্পর্শী গান এ আধুনিককালেও মানুষের মুখে মুখে প্রচারিত হয়।

বিজয় সরকারের প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সংগীত সাধনার জন্য তিনি ‘সরকার’ উপাধি লাভ করেন। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি (মরণোত্তর) একুশে  পদক পান।

অসাম্প্রদায়িক চেতনার এই কবি- তুমি জানো না, তুমি জানো নারে প্রিয়-তুমি মোর জীবনের সাধনা/ তুমি মোর জীবনের সাধনা.../নবী নামের নৌকা গড়.../ আল্লাহ নামের পাল খাটাও- এ ধরনের অসংখ্য গান রচনা ও সুর করেছেন।

১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর তিনি কলকাতায় পরলোকগমন করেন।

হাফিজুল নিলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।