বাগেরহাটে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৫ এপ্রিল ২০১৫

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ সম্পর্কে অবহিতকরণের লক্ষে বাগেরহাটে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার  দুপুরে বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এর আয়োজনে এই উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।

কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এর কমিশনার আল আমিন প্রামানিক এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জাতীয় রাজস্ব বোর্ড (শুল্ক, গোয়েন্দা ও নিরীক্ষা) সদস্য সুলতান মোঃ ইকবাল, যুগ্ম কর কমিশনার মির্জা শহিদুজ্জামান, সহকারী কর কমিশনার মনিরুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি সাজাহান মিনা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে মূল্য সংযোজন কর (মূসক)এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।  অনুষ্ঠানে বাগেরহাটের করদাতা, বাগেরহাট চেম্বার অব কমার্সের সদস্যসহ ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।