আত্রাইয়ে বাংলা ভাইয়ের সহযোগী গ্রেফতার


প্রকাশিত: ১০:৩১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁর আত্রাইয়ে জেএমবির শীর্ষ নেতা বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী সেকেন্দার আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পার-কাসুন্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেকেন্দার আলী ওই গ্রামের মৃত আহসান সরদারের ছেলে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, ২০০৪ সালে বাংলা ভাই সর্বহারা নিধনের নামে হত্যাযজ্ঞ, মারপিট ও লুটতরাজ করেন। এসব ঘটনার অন্যতম সদস্য ছিলেন সেকেন্দার আলী।  তিনি সক্রিয়ভাবে এ সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সেকেন্দার আলীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে।

আব্বাস আলী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।